শঙ্খ নদীর ইতিহাস
বাংলাদেশ এবং আরাকান রাজ্যের মাঝামাঝি পাবর্ত্য অঞ্চল আরাকানের মদক পাহাড় থেকে শঙ্খ নদীর উৎপত্তি । আরাকান রাজ্যে সর্বপূর্বে মদক পাহাড় অবস্থিত । শঙ্খ নদীর দৈর্ঘ্য ২৭০ কি: মি:। এটা বান্দরবানের রোয়াংছড়ি এবং বান্দরবান সদর হয়ে চন্দনাইশের ধোপাছড়ি হয়ে পশ্চিম দিকে গিয়ে আবার বাঁশখালী খানখানাবাদ ইউনিয়নে এবং আনোয়ারা উপজেলার রায়পুর হয়ে কর্ণফূলী নদী ও বঙ্গোপসাগরের মোহনায় মিলিত হয়েছে । ১৮৬০ সালে তৎকালীন ইংরেজসরকার এ নদীটিকে গেজেটভূক্ত করেন। তখন এ নদীটির নাম করা হয় সাংগু রিভার । তবে বান্দরবানের আদিবাসীরা এ নদীটিকে রিগ্রাইখিয়াং বলে। তবে সাংগু নদীর প্রকৃত নাম কীভাবে শঙ্খ হলো এটা এখনো অনাবিষ্কৃত । এ নদীকে নিয়ে চট্টগ্রামে অনেক গান ও অনেক গীতিকাব্য রচিত হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস