Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

দর্শনীয় স্থান

সাঙ্গু নদী দোহাজারী বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে চন্দনাইশ থানার অর্ন্তগত। দোহাজারী একটি ঐতিহ্যবাহী উপ-শহর ।এটি চট্টগ্রাম-কক্সবাজার(আরকান)সড়ক এর দুই পার্শ্বে এবং সাংগু নদীর উত্তরপার্শ্বে আবস্থিত। সাংগু বাংলাদেশের একটি সুন্দর ও গূরুত্বপুর্ণ নদী।বর্ষাকালে এটি খুবই খরস্রোতা। সাংগু আরাকান পাহাড় হতে শুরু হয়ে বঙ্গপসাগরে শেষ হয়।এটি বাংলাদেশে উৎপন্ন হয়ে বাংলাদেশে শেষ হয়। এটি প্রাকৃতিক গ্যাস এর জন্য বিখ্যাত।এর দুই পার্শ্ব রয়েছে উরবর কৃষি জমি যেখানে ভিবিন্ন রকমের সবজি উৎপাদিত হয়।উৎপাদিত সবজি কৃষকরা বিক্রির উদ্দেশ্য সাংগু নদী হয়ে দোহাজারী রেলওয়ে মাঠে নিয়ে আসে যেখানে চট্টগ্রাম শহর হতে পাইকারি ক্রেতারা আসে।প্রতিদিন রেলওয়ে মাঠে সকালবেলা সবজির বৈচিত্রের মেলা বসে।সবজি বৈচিত্রের মধ্যে রয়েছে ফুলকপি, বাধাঁকপি, মূলা, আলু, বেগুন, বরবটি, পটল, শীম, শশা, লাউ, ঝিংগা, ঝিঝিংগা, ঢেড়স, মিষ্টি কুমরা, টমেটো, কচু,করলা কাকরল,ক্ষিরা,পেয়ারা এবং ভিবিন্ন রকমের শাক। এছাড়া এখানে কাচা মরিচ, ধ্যনে পাতা, পূদিনা ইত্যাদি পাওয়া য়ায়। ২। দিয়াকুল সাধু আশ্রম

৩। লালটিয়া রির্জাব ফরেস্ট।