Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

দোহাজারী পৌরসভা ইতিহাস

দোহাজারী  বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে চন্দনাইশ থানার অর্ন্তগত।দোহাজারী একটি ঐতিহ্যবাহী উপ-শহর এটি ।চট্টগ্রাম-কক্সবাজার(আরকান)সড়ক এর দুই পার্শ্বে এবং সাংগু নদীর উত্তরপার্শ্বে আবস্থিত।সাংগু বাংলাদেশের একটি সুন্দর ও গূরুত্বপুর্ণ নদী।বর্ষাকালে এটি খুবই খরস্রোতা।সাংগু আরাকান পাহাড় হতে শুরু হয়ে বঙ্গপসাগরে শেষ হয়।এটি বাংলাদেশে উৎপন্ন হয়ে বাংলাদেশে শেষ হয়। এটি প্রাকৃতিক গ্যাস এর জন্য বিখ্যাত।এর দুই পার্শ্ব রয়েছে উরবর কৃষি জমি যেখানে ভিবিন্ন রকমের সবজি উৎপাদিত হয়।উৎপাদিত সবজি কৃষকরা বিক্রির উদ্দেশ্য সাংগু নদী হয়েদোহাজারী রেলওয়ে মাঠে নিয়ে আসে যেখানে চট্টগ্রাম শহর হতে পাইকারি ক্রেতারা আসে।প্রতিদিন রেলওয়ে মাঠে সকালবেলা সবজির বৈচিত্রের মেলা বসে।সবজি বৈচিত্রের মধ্যে রয়েছে ফুলকপি, বাধাঁকপি, মূলা, আলু,  বেগুন, বরবটি, পটল,  শীম, শশা, লাউ, ঝিংগা, ঝিঝিংগা, ঢেড়স, মিষ্টি কুমরা, টমেটো, কচু,করলা কাকরল,ক্ষিরা,পেয়ারা এবং ভিবিন্ন রকমের শাক। এছাড়া এখানে কাচা মরিচ, ধ্যনে পাতা, পূদিনা ইত্যাদি পাওয়া য়ায়।দোহাজারীতে প্রচুর পেয়ারা উৎপাদিত হয়।দোহাজারী তথা চন্দনাইশ পেয়ারার জন্য বিখ্যাত। দোহাজারী  বিভিন্ন রকমের মৌসুমি ফল পাওয়া য়ায়।যেমনঃ আম,জাম,লিচু,কাঠাল,তরমুজ,জাম্বুরা,লেবু ইত্যাদি।দোহাজারী রেলওয়ে স্টেশন বাংলাদেশ রেলওয়ে এর সর্ব দক্ষিণের স্টেশন।১৯৭১ সালে স্বাধীন বাংলাবেতার কেন্দ্রের বেতার যন্ত্র ভারতী সীমান্তের কাছাকাছি নিয়ে যাওয়ার সময় দোহাজারী রেলওয়ে মাঠে দুই দিনেরও বেশী সময় রেখে দেওয়া হয়। এখানেুআখেরি স্টেশনচ এবংুপোড়ামনচ নামক দুটি বাংলা চলচ্চিত্র শুটিং হয়। দোহাজারী রেলওয়ে স্টেশন এর পশ্চিমে রয়েছে হাজারী বাজার, বারতখানা্ এবং চাগাচর।উত্তরপশ্চিম ও উত্তরে রয়েছে দেওয়ান হাট, ঈদ পুকুরিয়া।উত্তর ও উত্তরপূর্বে আছে জামিরজুরী নামের বড় এলাখা।পূর্ব দিকে আছেদোহাজারী, পূর্বদোহাজারী, লালটীয়া।পূর্ব ও পূর্বদক্ষিণে আছে দিয়াকুল।চৌকিদার ফাড়ী,দিয়াকুল,রায়জোয়ারা,কিল্লাপাড়া,দোহাজারী (সদর),চাগাচর সাংগু নদীর তীরে আবস্থিত।দোহাজারীর পূর্ব সীমান্ত পর্যটনের জন্য সম্ভাবনাময় পাকৃতিক স্থান।   গালিমের মসজিদের মত কয়হএকশ বছরে পুরানো স্থাপনা রয়েছে। দোহাজারীতে দুইটি ঐতিহ্যবাহী জমিদার পরিবার ছিল;য়ার একটি খাঁন পরিবার।খাঁন পরিবারের দুই হাজার সৈন্য কীংবা কর্মচারি ছিল; এই ওদুই হাজারহ থেকে দোহাজারী নামকরণ করা হয় বলে শোনা য়ায়।অন্য জমিদার পরিবার হল ওহাজারীপরিবারহ; এইওহাজারীহ থেকেহাজারীবাজারনামকরণহয়।দ্বিতীয়বিশ্বযুদ্ধেরসময়দোহাজারীযুক্তরাজ্যেরসেনাদেরঘাঁটিছিল।তখনকিল্লাপাড়াহয়কেল্লাএবংবারতখানাহয়বারুথএরগুদামছিলতাইএমননামকরণহয়েছেবলেশোনায়ায়।দোহাজারীতেমুসলিম,হিন্দুওবোদ্ধসম্প্রদায়তাদেরবসতিস্থাপনকরেছেসাম্প্রদায়ীকসম্পৃতিদিয়ে।দোহাজারীপাহার,পাহাড়ীউচুনিচুরাস্তা,নদী,খাল,চর,ফসলীজমি,ধাণিজমি,গ্রাম,দিঘীইত্যাদিরপ্রাকৃতিরুপেসমৃদ্ধ।দোহাজারীসড়কপথ,নৈপথওরেলপথেরমিলনস্থল।দোহাজারীকেকেন্দ্রকরেচন্দনাইশসহদোহাজারীরপার্শ্ববর্তীথানগুলোনিয়েআলাদাপ্রশাসনিকএলাখাতথাজেলাবাস্থবায়নেইংরেজশাসকদেরপরিকল্পনাছিল।                                                                           আয়ুবআলীবিবিএস(সম্মান)